Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

এ অফিস হতে নিম্নোক্ত সেবা প্রদান করা হয়ে থাকে:

 

(ক) দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য প্রদান বা সমস্যা নিরসণ;

(খ) জেলা সদর বা উপজেলা পর্যায়ে দলিলের নকল বা তথ্য সংগ্রহে সমস্যা নিরসণ।

(গ) জেলা সদর বা উপজেলা পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীদের অনিয়ম/দূর্নীতি সম্পর্কে অভিযোগ তদন্তকরণ।

(ঘ) জেলাধীণ নিকাহ রেজিস্ট্রার(কাজী) গণের অনিয়ম/দূর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তকরণ; এবং

(ঙ) সাব-রেজিস্ট্রী অফিসের নকলনবীশ ও দলিল-লেখকগণের অনিয়ম/দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তকরণ।

 

     উপর্যুক্ত বিষয়ে যে কোন সেবা প্রার্থী সরাসরি জেলা রেজিস্ট্রার-এর নিকট আবেদন করতে পারেন। আবেদনের প্রেক্ষিতে উপর্যুক্ত বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিত সেবা প্রদান করা হয়ে থাকে।